Saturday, September 17, 2011

সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন, ৩০ অক্টোবর বিচার শুরু - তদন্ত কমিটির প্রতিটি শব্দ প্রতিটি লাইন মিথ্যা : সাঈদী

 সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন, ৩০ অক্টোবর বিচার শুরু - তদন্ত কমিটির প্রতিটি শব্দ প্রতিটি লাইন মিথ্যা : সাঈদী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ৩০ অক্টোবর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের বক্তব্যের মাধ্যমে তার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। অভিযোগ গঠনের নির্দেশের পর মাওলানা সাঈদীকে কাঠগড়ায় উঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক।’ মাওলানা সাঈদী আদালতের কাছে অভিযোগগুলো থেকে অব্যাহতি চান।
গণহত্যা, লুটপাট, হিন্দু মেয়েদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয়া, পাকিস্তান ক্যাম্প স্থাপনে সহায়তা করা, ধর্ষণে সহায়তা করা, হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদসহ তিন পুলিশ কর্মকর্তাকে হত্যা- এ রকম ২০টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে মাওলানা সাঈদীর বিরুদ্ধে। আদেশে বলা হয়, ৩০ অক্টোবর থেকে প্রতি কার্যদিবসে বিচারকাজ চলবে। এ সময়ের মধ্যে আসামিপক্ষের আইনজীবীদের প্রস্তুতি নেয়ারও নির্দেশ দেন আদালত।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বলেছেন, ‘আমাকে অন্য কেউ রাজাকার বলে না, কেবল ভারতীয় রাজাকাররাই আমাকে রাজাকার মনে করে।’ আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেয়ার পর মাওলানা সাঈদী জিজ্ঞাসাবাদের সময় বলেন, ‘একাত্তরে আমি কোনো অপরাধ করিনি। আমি শান্তি কমিটিতেও ছিলাম না।’ মাওলানা সাঈদী বলেন, ‘তদন্ত কমিটির প্রতিটি শব্দ প্রতিটি লাইন মিথ্যা। এমন মিথ্যা প্রতিবেদনের জন্য আল্লাহর আরশ কাঁপবে। আমাকে হেয় প্রতিপন্ন করতে যারা এমন প্রতিবেদন তৈরি করেছে তাদের ওপর আল্লাহর গজব নেমে আসবে।’
ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক তার বিরুদ্ধে যুদ্ধাপরাধে অভিযোগের আদেশ ঘোষণার পর তাকে এজলাশে হাজির করা হয়। এ সময় চেয়ারম্যান তাকে বলেন, ‘আমি অর্ডার ইংরেজিতে দিয়েছি এখন আপনার সুবিধার্থে বাংলায় বলব। আপনি যদি দোষী বা নির্দোষ হন তা হলে বলবেন।’
তখন সাঈদী বলেন, ‘বাংলায় দেওয়ার দরকার নেই আপনার ইংরেজি অর্ডার আমি বুঝতে পেরেছি।’ এ সময় তিনি আইনজীবীদের সাথে কথা বলতে দেয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান তখন বলেন, ‘এ ধরনের কোনো সুযোগ নেই।’
এর জবাবে সাঈদী বলেন, ‘সুযোগ না থাকলে আমি দু-তিন কথায় এর জবাব দেব।’
তিনি প্রথমেই সবাইকে সালাম দিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘মাননীয় বিচারক, সেদিন আপনি প্রথম হজ করে এসেছেন। আপনার মাথায় টুপি ছিলো, তখনও আপনার মুখ থেকে নূরানি আভা মলিন হয়নি। আমাকে এখানে আনার পর একজন প্রসিকিউটর আমার নাম বিকৃত করে বলেছিলো। আমি আশা করেছিলাম আপনি এর প্রতিবাদ জানাবেন। কিন্তু আপনি সেটা করেননি। আপনি আদেশ দেওয়ার সময় একই বিকৃত নাম বলেছেন।’
সুরা হুজরাতের ১১নং আয়াতের কথা উল্লেখ করে সাঈদী বলেন, ‘ওই সুরাতে নামের বিষয়ে বলা আছে- কোনো মানুষকে বিকৃত নামে ডেক না।’
আবু হুরাইরা থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহর আরশের নিচে সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে ন্যায় বিচারকরা প্রথমেই রয়েছেন। আপনার (ট্রাইব্যুনাল চেয়ারম্যান) কাছ থেকে সেই ন্যায়বিচার আশা করি।’
তিনি বলেন, ‘দ্বিতীয় কথা মহান স্বাধীনতা যুদ্ধের এক যুগের বেশি সময় আমাকে নিয়ে কোনো কথা হয়নি। ১৯৮০ সালে আমি যখন জামায়াতে ইসলামীর মজলিশে সুরার সদস্য হই তখনই আমাকে নিয়ে অভিযোগ ওঠে। ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয় সেখানে আমি ২০ মিনিটের বক্তব্য দিয়ে বলেছিলাম, আমি রাজাকার নই। সেই ২০ মিনিটের বক্তব্যের একটি কথাও এক্সপাঞ্জ করা হয়নি।’
তদন্ত কমিটির প্রতিবেদনকে একটি রচনা ছাড়া আর কিছুই নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এর প্রতিটি শব্দ, প্রতিটি লাইন মিথ্যা। এমন মিথ্যা প্রতিবেদনের জন্য আল্লাহর আরশ কাঁপবে। আমাকে হেয় প্রতিপন্ন করতে যারা এমন প্রতিবেদন তৈরি করেছে তাদের ওপর আল্লাহর গজব নেমে আসবে, আমি সেই নালত দেখার অপোয় আছি।’
সাঈদী আরো বলেন, ‘একাত্তরে আমি কোনো অপরাধ করিনি। কোনো বাহিনীর কমান্ডার তো দূরের কথা পদেও ছিলাম না।’
তিনি বলেন, ‘মাবতাবিরোধী নয় মানবতার পে আমি বিশ্বের অর্ধশাতাধিক দেশে বক্তব্য দিয়ে এসেছি।’
তিনি বলেন, ‘এখানে যাদেরকে স্বাী হিসেবে নিয়ে আসা হয়েছে তাদের সব কথাই মিথ্যা। কোরআন শরীফে আছে, যারা মিথ্যা বলে তাদের উপর আল্লাহর লানত পরবে।’
তার বক্তব্য শেষে ট্রাইব্যুনাল সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির তাকে বলেন, ‘সাঈদী সাহেব তারা (রাষ্ট্রপরে কৌঁসুলি) যদি আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না করতে পারে, তাহলে আপনি মুক্তি পাবেন।’
তখন সাঈদী বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ।’
এর আগে দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করা হয়। পরে সাঈদীর বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল ৩০ অক্টোবর থেকে অভিযোগের ওপর শুনানি শুরুর দিন ধার্য করেন। এদিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের বক্তব্যের মাধ্যমে তার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
Source: http://www.dailynayadiganta.com, ৩ অক্টোবর ২০১১,

Sayedee pleads not guilty of war crime

All a load of lies, he says

- Jakia Ahmed, Senior Correspondent
banglanews24.com

DHAKA: “It’s all a load of lies,” said Delwar Hossain Sayedee about a voluminous report of investigation findings against him as he was indicted Monday for wartime ‘crime against humanity’.     

As the International Crimes Tribunal passed the order of indictment, the Jamaat-e-Islami Nayeb-e-Ameer pleaded not guilty and cried out from the dock:  “All the charges brought against me are false.”

Sayedee is one of five top Jamaat leaders detained for trial on charges of ‘crime against humanity’ allegedly committed in collaboration with the Pakistani occupation forces during the 1971 Bangladesh Liberation War.       

The Jamaat leader was produced in the ‘Ejlash’ (courtroom) after ICT Chairman Justice Nizamul Haque gave the order that led to a repartee, in somber tone though.

Giving the order in English, the tribunal chairman said that he would read out it in Bengali for Sayedee. The jamaat leader quipped: “I have understood the order. So you do not need to read it in Bangla”.

He also appealed to the tribunal for allowing him to talk to his lawyers. But the ICT chairman said that there is no such opportunity to consult the lawyers in the court.

Sayedee said, “If I do not get the chance, then I will give reply in two or three words.”

Giving ‘salam’ to the judge, Sayedee said that he expects justice from him (judge). He also mentioned people under seven categories would be given place underneath the ‘arash’ of Allah. And the judges will be in the ‘frontline’.

The Jamaat leader also expressed his unhappiness to note that not only one of the prosecutors distorted his name but the judge also did the same during delivering the order.

Citing a quaranic verse, Sayedee said, “Allah in verse no 11 of Sura Huzurat, says-- do not call any person by a distorted name.”

He also alleged that the allegation again him had been raised after he became a member of the Majlish-e-shura of Jamaat-e-Islami.

He said, “Through a 20-minute speech in the parliament during the AL government’s regime in 1996, I had told that I was not a Rajakar. Not a single word of that speech had been expunged.” 

He also told the court: “I have delivered speeches in more than 50 countries across the world in support of humanity, not against humanity.”

About court query regarding the allegation terming him a lackey of the occupation forces, the Jamaat leader said, “None but ‘Indian Rajakars’ thinks of me as Rajakar.”

Denying his involvement in the impugned crimes during the war of liberation, he said, “I did not commit any crime in 1971. Even, I was not a member of peace committee.”

He blurted out: “All the words and lines in the probe report are false. Allah’s arash (seat) will be shaken for such falsehood.”

The Islamic politician looks to divine justice as he believes “Allah`s curse will certainly befall on those who have made the report to humiliate me--and I’m waiting for witnessing the punishment.”

On May 31, the investigation agency of the International Crimes Tribunal (ICT) submitted 15 (4074 pages) volumes of probe reports containing evidences of Sayedee’s involvement in wartime crimes during the 1971 Bangladesh Liberation War.

Source: http://www.banglanews24.com

No comments:

Post a Comment